২০২৬ শিক্ষবর্ষে ইউনিভার্সিটি অব কেমব্রিজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’ ঘোষণা করেছে। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তি শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ প্রদান করে। বৃত্তিটি শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক রেকর্ড, নেতৃত্বের ক্ষমতা এবং সমাজকল্যাণে অবদানের ভিত্তিতে নির্বাচিত করা হবে।স্কলারশিপের জন্য প্রযোজ্য প্রোগ্রাম* মাস্টার্স* পিএইচডি প্রোগ্রামপ্রতিবছর প্রায় ৮০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তি অর্জন করতে পারবেন, যারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।আবেদনের যোগ্যতা :* আবেদনকারী আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।* কেমব্রিজ ইউনিভার্সিটিতে ফুলটাইম পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি থাকতে হবে।* ভালো একাডেমিক রেকর্ড, নেতৃত্বের দক্ষতা এবং আবেদনকৃত কোর্সে আগ্রহ থাকতে হবে।* সমাজকল্যাণে অবদানের প্রেরণা প্রদর্শন করতে হবে।স্কলারশিপের সুবিধাসমূহ :* পুরো টিউশন ফি কভার।* বছরে ২১,০০০ পাউন্ড ভাতা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকার...