ব্যবহারকারীরা এই মামলায় ৩১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তবে জুরি তিনটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে গুগলকে দায়ী করেছে। গুগল ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষপূর্ণভাবে কাজ করেছে—এমন প্রমাণ না পাওয়ায় শাস্তিমূলক ক্ষতিপূরণ আরোপ করা হয়নি।গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, “এই সিদ্ধান্ত আমাদের পণ্যের কার্যপ্রণালী সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছে। আমাদের প্রাইভেসি টুল ব্যবহারকারীদের ডেটার ওপর নিয়ন্ত্রণ দেয়, আর তারা যখন পার্সোনালাইজেশন বন্ধ করে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান করি।”অন্যদিকে ব্যবহারকারীদের আইনজীবী ডেভিড বয়েস বলেছেন, তারা জুরির রায়ে “স্পষ্টতই খুব সন্তুষ্ট।”২০২০ সালের জুলাইয়ে দায়ের হওয়া এই মামলায় অভিযোগ করা হয়, গুগল উবার, ভেনমো এবং মেটার ইনস্টাগ্রামের মতো অ্যাপের সাথে সম্পর্কের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ চালিয়ে গেছে, যদিও ব্যবহারকারীরা সেটিংস বন্ধ করে রেখেছিলেন।আদালতে গুগল দাবি করে,...