বলিউডের আকাশে অসংখ্য তারকা ঝলমল করেছে, কিন্তু খুব কম অভিনেতাই দর্শকের হৃদয়ে অমর হয়ে রয়েছেন। ঋষি কাপুর তাদেরই একজন—যিনি প্রেম, হাসি আর আবেগকে এক অনন্য মাধুর্যে বড়পর্দায় জীবন্ত করে তুলেছিলেন। ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেওয়া এই নায়ক কেবল একজন অভিনেতা নন, তিনি ছিলেন বলিউডের ‘রোমান্সের প্রতীক’। ছবি: সোশ্যাল মিডিয়া ঋষি কাপুর জন্মেছিলেন কিংবদন্তি রাজ কাপুরের ঘরে। শিশুবয়সেই তিনি আলোর ঝলকানি দেখেছেন প্রযোজনা স্টুডিওতে। পরিবারের উত্তরাধিকার হয়তো তাকে বড়পর্দার খুব কাছে নিয়ে গিয়েছিল, তবে নিজের প্রতিভা আর নিষ্ঠায় তিনি তৈরি করেছিলেন আলাদা পরিচয়। ১৯৭০ সালে মেরা নাম জোকার ছবিতে ছোট রাজকাপুরের ভূমিকায় অভিনয় করেই নজর কাড়েন তিনি। আর ১৯৭৩ সালে ববি ছবির মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ঋষির। সেই ছবির প্রেমকাহিনি এবং ঋষি-ডিম্পল জুটির রসায়ন এক নতুন ধারার...