গবেষণা বলে, বাংলা সংগীতের সবচেয়ে সমৃদ্ধ অধ্যায় নব্বই দশক। এই সময়টাতে অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমার গান চলেছে সমানতালে। নব্বই দশকের কালজয়ী সব গানের গল্প নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের এ অনুষ্ঠান প্রচার হবে প্রতি শনিবার রাত ১২টায়। ৬ সেপ্টেম্বর প্রচার হবে প্রথম পর্ব। এই পর্বে গল্প করবেন সংগীতশিল্পী আগুন। একই দিনে আগুনের বন্ধু জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী। ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান করে গায়ক হিসেবে প্রতিষ্ঠা পান আগুন। সালমান শাহেরও প্রথম সিনেমা ছিলো এটি। এই সিনেমায় গান করতে গিয়ে সালমানের সাথে বন্ধুত্ব হয় আগুনের। পরবর্তীতে সালমানের বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আগুন। তাই দু’জনের অনেক স্মৃতি রয়েছে। এ অনুষ্ঠানে গানের গল্পের পাশাপাশি সালমান শাহকে নিয়েও কথা বলেছেন আগুন। নব্বই দশকের গোড়ায়...