বলিউডের অন্যতম প্রভাবশালী ফ্যামিলি কাপুর পরিবারের সদস্য তিনি। তার বাবা রাজ কাপুর ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম পথিকৃৎ। হিন্দি সিনেমার উন্নতিতে রাজ কাপুরের অবদান চিরস্মরণীয়। বাবার পথ ধরে তিনিও এসেছেন সিনেমায়। এসে সাফল্য পেয়েছেন, হয়েছেন কিংবদন্তি। তিনি ঋষি কাপুর।ঋষির জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর। তার পুরো নাম ঋষি রাজ কাপুর। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ছিলেন। ১৯৭০ সালে বাবা রাজ কাপুরের চলচ্চিত্র ‘মেরা নাম জোকার’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেন ঋষি কাপুর। আর ওই সিনেমা দিয়েই তিনি জিতে নেন ভারতের জাতীয় চলচ্চিত্রে পুরস্কার।নায়ক হিসেবে ঋষি কাপুরের অভিষেক হয় ১৯৭৩ সালে ‘ববি’ সিনেমা দিয়ে। এটি নির্মাণ করেছিলেন তার বাবা রাজ কাপুর। এই সিনেমা ব্লকবাস্টার হিট হয় এবং রাতারাতি তারকা বনে যান ঋষি কাপুর। এরপর তিনি লম্বা ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।তার...