বেশ কয়েক বছর ধরেই ছোট পর্দায় সাফল্যের সঙ্গে নিজের চাহিদা ধরে রেখেছেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা। মাঝখানে অবশ্য ব্যক্তিগত কারণে অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছিলেন তিনি। এই অভিনেত্রীর প্রত্যাশা ছিল গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে ভিন্ন ভিন্ন কিছু গল্প ও চরিত্রে কাজ করা। এ কারণে জোয়ারে গা ভাসানোর জন্য ‘এলেবেলে’ ধরনের নাটক বা টেলিফিল্ম থেকে দূরে ছিলেন। তবে চলতি বছরে নিজের লক্ষ্য অনুযায়ী পথ চলছেন তানজিন তিশা। বছরের শুরুতেই ‘ঘুমপরী’র মতো সাড়া জাগানো একটি ওয়েব ফিল্ম উপহার দিয়েছেন দর্শকদের। তানজিন তিশা এরপর আলোচনায় আসেন কলকাতার সিনেমায় অভিষেকের খবরে। শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে শোবিজের বাতাসে! সদ্য মুক্তি পাওয়া তার ও তৌসিফ মাহবুব অভিনীত ভিকি জাহেদের ‘খোয়াবনামা’ টেলিছবিটিও বেশ ভালো সাড়া ফেলেছ। পাশাপাশি তিশার ঝুলিতে বেশ কিছু পুরস্কার জুটেছে...