জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাতেই তিনি বললেন, “আমি তো জন্মদিন উদযাপন করি না। তবুও ধন্যবাদ।” সাবিনা ইয়াসমিনের জন্ম ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর; ঢাকায়। বৃহস্পতিবার ৭১ বছর পূর্ণ করলেন এই শিল্পী। পাঁচ দশকের ক্যারিয়ারে দশ হাজারের বেশি গান তিনি কণ্ঠে তুলেছেন; তার কণ্ঠ জায়গা করে নিয়েছে কোটি মানুষের হৃদয়ে। এমন জনপ্রিয় শিল্পীর জন্মদিন কেন অনাড়ম্বর? সাবিনা ইয়াসমিন গ্লিটজকে বললেন, “আমি বিগত কয়েক বছর ধরেই জন্মদিন উদযাপন করি না। কোনো আয়োজনও করি না। আগেও আমি নিজ থেকে খুব একটা জন্মদিন উদযাপন করতাম না। “আর গত কয়েক বছর ধরে তো এদিনটা আসলেই আমার মন খুব খারাপ হয়ে যায়। আমার খুব কাছের কত মানুষই তো পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের কথা মনে পড়ে। নিজের শরীরটাও ভালো থাকে না।” জন্মদিনে সাবিনা ইয়াসমিন মন খারাপ করে থাকতে...