ফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে। এবার তারা ফেসবুক স্টোরি থেকেও আয় করার সুযোগ এনেছে। যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ, তারা এখন তাদের পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এই নতুন ফিচার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। তবে চাইলেই আপনি ফেসবুক স্টোরি থেকে আয় করতে পারবেন না। মূলত স্টোরির ইনকাম নির্ভর করে ভিউ, এনগেজমেন্ট, এবং বিজ্ঞাপনের ধরন এর উপর। উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে সিপিএম রেট বেশি পাওয়া যায়। সেই সঙ্গে কিছু শর্ত আগে পূরণ করতে হবে। আসুন ফেসবুক স্টোরি থেকে আয়ের জন্য প্রয়োজনীয় শর্তাবলীগুলো জেনে নেওয়া যাক- যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান, তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে: >> ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।>> স্টোরিগুলো পাবলিক...