নির্মাতা ভিকি জাহেদ। ছোট পর্দায় তার থ্রিলারধর্মী গল্প তৈরিতে রয়েছে সুনামও। সেই ধারাবাহিকতায় আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাতে দেখা যাবে নতুন ওয়েব সিরিজ ‘আকা’। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন হয় চলতি বছরের জুন মাসে। শুরুতে এ সিরিজের নাম ছিল ‘আজাদ’; পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আকা’।ড্রামা, থ্রিলার ও সাসপেন্স ঘরানার এ সিরিজটির শুটিং শুরু হয় ঈদের আগেই। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে ২০ জুন উত্তরা এলাকায় সিরিজটির চূড়ান্ত শুটিং সম্পন্ন হয়।এদিকে সিরিজের ট্রেলারটি প্রকাশ পাওয়ার পরপরই বেশ সাড়া ফেলে দর্শকমহলে। প্রকাশিত সেই ট্রেলারে দেখা যায়, সময়টা ১৯৯৮-৯৯-এর দিকে। ‘আকা’ একে একে সব অপরাধীকে খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো, ‘আকা’ হুট করে গায়েব হয়ে যায়।...