০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম এবার আইনি ঝামেলায় শাহরুখ-কন্যা সুহানা খান। ইন্ডিয়ার আলিবাগে একটি জমি কেনাকে কেন্দ্র করে এই সমস্যায় পড়লেন তিনি। এখন অবধি একটি ছবিতে অভিনয় করেছেন সুহানা। ‘দ্য আর্চিজ’ নামে সেই ছবি মুক্তি পেয়েছিল ওটিটি-তে। তবে ছবিটি খুব একটা সারা ফেলতে পারেনি। বর্তমানে এই তারকা কন্যা তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই সবের মধ্যেই আলিবাগে একটি জমি কিনেছিলেন তিনি। জানা যায়, মুম্বাই থেকে ৮৯ কিলোমিটার দূরে আলিবাগের সেই জমির দাম ১২.৯১ কোটি টাকা। কিন্তু ঝামেলা হলো এই জমির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে এবং এই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল।পাশাপাশি এও শোনা যাচ্ছে,জমিটা সুহানা কিনেছিলেন তিন বোন— অঞ্জলি, রেখা, প্রিয়ার থেকে। তাঁরা এই জমি নাকি তাঁদের বাবা-মায়ের থেকে...