‘সতর’ অর্থ ঢেকে রাখা। নারী ও পুরুষের শরীরের যে অংশ ঢেকে রাখা আবশ্যক, ওই অংশকে শরিয়তের পরিভাষায় সতর বলা হয়। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। নারী-পুরুষ, মাহরাম, গায়রে মাহরাম সবার সামনেই পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত শরীর ঢেকে রাখা ফরজ। নারীদের সতর মাহরাম পুরুষ ও নারীদের সামনে চেহারা, চুল, গলা, গলাসংশ্লিষ্ট সিনার ওপরের অংশ, হাত, পা, টাখনু ছাড়া বাকি পূর্ণ শরীর। গায়রে মাহরাম পুরুষদের সামনে হাত, পা ও চেহারা ছাড়া পূর্ণ শরীরই সতর এবং ঢেকে রাখা আবশ্যক। শরীরের যে অংশ ঢেকে রাখা আবশ্যক তা অন্যদের সামনে ইচ্ছাকৃত প্রকাশ করা গুনাহের কাজ। তবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সতর প্রকাশ পেয়ে যাওয়া অজু ভঙের কারণ নয়। অজু করার পর ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সতর প্রকাশ পেলে অজুর কোনো ক্ষতি হবে না। আমাদের...