সন্ত্রাসী ও সাংবাদিকের প্রেমের গল্পের একক নাটক ‘ব্রেকিং নিউজ’ আসছে টেলিভিশনের পর্দায়। বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দেখা যাবে নাটকটি। ‘ব্রেকিং নিউজ’ নাটক পরিচালনা করেছেন ইমরোজ শাওন, চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ। এতে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকের দৃশ্যধারণের কাজ হয়েছে রোজার মধ্যে। নাটকে দেখা যাবে, শহরের এক শীর্ষ সন্তাসী ইফতির অপরাধমূলক কর্মকাণ্ড খুঁজে বের করে প্রচার করেন টেলিভিশনের সঞ্চালক ও প্রতিবেদক মারিয়া। এক সময়ে মারিয়াকে নিজের ডেরায় তুলে আনেন ইফতি। ঘটতে থাকে নানান ঘটনা। ‘ব্রেকিং নিউজ’ নিয়ে পরিচালক শাওন বলেন, “সন্ত্রাসী ও...