বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের ক্যান্টিন লিজ নিয়ে তুঘলকি কারবার চলছে। গত ২৪ মে ক্যান্টিন লিজের দরপত্র আহ্বান করা হলেও গত প্রায় ৪ মাসেও লিজ বরাদ্দ দিতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অধীনস্থ ‘শিল্প পার্ক কর্তৃপক্ষ’। অভিযোগ উঠেছে, শিল্প পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপক আব্দুল খালেক তার পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সরষে ইলিশ রেস্তোরাঁ’কে কাজ পাইয়ে দিতে কালক্ষেপণ করছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও আব্দুল খালেক ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে আবেদন করিয়েছেন এবং বেশি নম্বর দিয়ে টেন্ডারে অংশগ্রহণকারীদের তালিকায় সবার ওপরে রাখার চেষ্টা করছেন। বিষয়টি ফাঁস হওয়ার কারণে চার মাস ধরে কাউকেই ক্যান্টিন বরাদ্দ দিচ্ছেন না তিনি। জানা গেছে, গত ২৪ মে একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের জন্য তিন বছর মেয়াদি চুক্তিতে ক্যান্টিন...