স্বপ্নের বন্ধনমোহাম্মদ আবদুল আওয়ালমানুষে মানুষে জন্ম নেয় মানুষ রতন অবহেলা অনাদর উপেক্ষা ঠেলে-মনজুর শামসঅবহেলার মুখে ঝাঁমা ঘষে পাথরের গিঁটের ভেতর উলঙ্গ স্বরূপনিলয় রফিকঅর্ধমূর্খ তোতাপাখির স্কুলের শিক্ষক ২২ শ্রাবণ ১৪৩২খালেদ মাহবুব মোর্শেদরবি, আজি বাংলার ঘরে-ঘরে লাখো-লাখো বিজোড় কোলাহলতানিয়া হাসানতোমার ছুটি শেষ হয়ে এসেছিলো- শরীরবৃত্তীয় প্রশাসনসিদ্দিক বকরপ্রশাসন- মানুষ-শাসন-ক্ষমতা! নাচঘরে ক্ষয়ে যাওয়া ঘুঙুরনাসরিন সিমিঘুঙুরের শব্দ শুনি বিলুপ্ত নাচঘরের মেঘের ছায়াসৈয়দ নূরুল আলমভর দুপুরে ভবঘুরে মেঘের ছায়া নেমে এসেছিল। জানিয়ে গেলো, ও একটু পরে আসছে। আমি রাত গুনি-দিন গুনি আর অপেক্ষায় থাকি। এক মাস একুশদিন তো বেশি সময় নয় জানি ও ফিরে আসবে, অভিমান করে কি বেশি সময় থাকা যায়? না, কেউ থাকতে পেরেছে? হালকা হওয়ার ঝরে পড়বে ছোট ছোট অভিমান, চোখের পাতায় জমা হবে কষ্টের ছাপ। এই ছাপ গায়ে জড়িয়ে সকল রাগ, ক্ষোভ...