শীর্ষনিউজ, বিশেষ প্রতিবেদক:পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ইতিপূর্বে সচিব পদে ছিলেন মো. নজরুল ইসলাম। গত ২৫ মার্চ তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পান। সেই থেকে ছয় মাস ধরে এই সচিব পদটি শূন্য রয়েছে। এই সময়ে একেক জনকে রুটিন দায়িত্ব দিয়ে চালাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে রুটিন দায়িত্বে আছেন মো. ইসমাইল হোসেন। কিন্তু এর অর্থ এই নয় যে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য কোনো যোগ্য সচিব পাওয়া যাচ্ছে না। বস্তুত, অনেকেই এই বিভাগের সচিব পদে যেতে আগ্রহী। জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় এমনকি সুপিরিয়র সিলেকশন বোর্ডও এই শূন্য পদে পদোন্নতির জন্য একাধিকবার সুপারিশ করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সবচেয়ে কনিষ্ঠ অথচ সর্বোচ্চ প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কাউকেই সচিব হিসেবে গ্রহণ করতে রাজি হননি। যে...