মানবাধিকার সংস্থা সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর) বাংলাদেশের অভ্যুত্থান–পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি উল্লেখ করেছে যে সংখ্যালঘু সম্প্রদায়, নারীসহ বিভিন্ন গোষ্ঠীর ওপর আক্রমণ এবং মব সহিংসতা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বৃদ্ধি করছে। সংস্থার পর্যবেক্ষণে বলা হয়েছে, গণহারে হত্যা মামলা, অভিযুক্তদের জামিন থেকে বঞ্চিত হওয়া, বিচারপ্রক্রিয়ায় ফাঁকফোকর ও বিলম্বের মতো বিষয়গুলো সাধারণ মানুষের নিরাপত্তা এবং নির্বাচনের প্রতি আস্থা ক্ষুণ্ন করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে উদ্বেগও রয়েছে। বুধবার বিকালে রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে ‘A Year of Transition in Bangladesh’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন এসএএইচআর-এর নির্বাহী পরিচালক দীক্সা ইল্লাঙ্গাসিংহে। তিনি জানান, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ২৮ আগস্ট সংস্থার তিনজন সদস্য দেশে আসেন। তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক...