যেকোনো মৌসুমে নারী ও পুরুষ হালকা রং ও আরামদায়ক পোশাক পরতে পছন্দ করেন। এক সময় টি-শার্ট ছিল কেবল আরামদায়ক সাধারণ পোশাক।কিন্তু বর্তমানে এটি হয়ে উঠেছে স্টাইল স্টেটমেন্ট। তাইতো আজকাল তরুণ থেকে প্রবীণদের গায়ে শোভা পাচ্ছে বাহারি রঙের টি-শার্ট। কিন্তু প্রিয় টি-শার্ট সম্পর্কে অজানা তথ্য আছে যা বেশিরভাগই জানে না। টি-শার্টের নামের পেছনে রয়েছে অনেক বড় রহস্য। আমাদের চোখের সামনে অনেক ঘটনা আমরা অনেক সময় দেখেও যেন দেখতে পাই না, সেসব নিয়ে সামান্য ধারণা পর্যন্ত আমাদের নেই! আপনি কি জানেন টি-শার্টের অর্থ? ইংরেজি শব্দ ‘শার্ট’র অর্থ হলো জামা। তাহলে ইংরেজি অক্ষর 'টি' কেন বসল?ফ্যাশন বিশেষজ্ঞের মতে, টি-শার্টের নাম তার আকার থেকে এসেছে। টি-শার্টের কলার নেই, সোজা এবং সাধারণ। তবে এর সামনে বা পেছন থেকে দেখলে ইংরেজি অক্ষর টি এর মতো দেখায়।...