শীর্ষনিউজ ডটকম ও শীর্ষকাগজের পক্ষ থেকে দেয়া প্রশ্নগুলোর মধ্যে পলিথিন বন্ধ অভিযানের সাফল্য-ব্যর্থতা, জলবায়ু প্রকল্পের অর্থ আত্মাসাত, বন ও বনজ সম্পদ উজাড়, ঢাকার চারপাশের নদীদূষণ, আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তাদের মন্ত্রণালয় ও অধিদপ্তরে বহাল রাখা প্রভৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ইস্যুগুলো ছাড়াও সিলেটের পাথর কোয়ারি ইজারা বেআইনীভাবে বন্ধ রাখা এবং জানা যায়, পাথর লুটে জড়িত থাকা সংক্রান্ত নানা প্রশ্নও ছিল। শীর্ষকাগজের চলতি সংখ্যার এ প্রতিবেদনে শুধুমাত্র পাথর কোয়ারি সংশ্লিষ্ট প্রশ্নগুলোই তুলে ধরা হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, নিজের মন্ত্রণালয়ের অধীন কার্যক্রম বিশেষ করে পলিথিন বন্ধ, বায়ু দুষণ, জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি রোধ প্রভৃতিতে সৈয়দা রিজওয়ানা হাসান চরমভাবে ব্যর্থ হলেও অবৈধ প্রভাব খাটিয়ে বেআইনিভাবে দীর্ঘকাল ধরে পাথর কোয়ারি ইজারা বন্ধ রাখার কাজে ততটাই সফল। ইতিপূর্বে তিনি নিজের সংগঠন পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর মাধ্যমে প্রভাব খাটিয়ে...