ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের সমন্বিত ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হল ছাড়ার নোটিশের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে তাঁরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। পরে তাঁরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবি জানিয়েছেন। সমন্বিত ডিগ্রির দাবিতে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল রোববার হামলা হয়। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি আজ সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী আজ সকালে অনেক শিক্ষার্থী হল ছেড়ে গেছেন। তবে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নেমেছে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে কে আর মার্কেটে এসে পৌঁছান। সেখানে ছাত্রীদের প্রতিটি হলের সামনে তাঁরা...