হস্তান্তরকৃতদের মধ্যে ৫ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। এর আগে শনিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোষ্ট এলাকা থেকে এসব বাংলাদেশীদের আটক করে বিএসএফ। হস্তান্তর হওয়া বাংলাদেশী নাগরিকরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনদীডাঙ্গা গ্রামের আফজাল শেখের পুত্র মোঃ মিজানুর রহমান শেখ (৩৮), মিজানুর রহমানের স্ত্রী মোসাঃ শারমিন আক্তার (২৪), মিজানুরের পুত্র শামীম শেখ (০৭ বছর), কন্যা রুমা শেখ (০৪ বছর), আফজাল শেখের পুত্র মোঃ কবির শেখ (৩৯), কবির শেখের স্ত্রী মোছাম্মৎ তফুরা বেগম (৩০), একই থানার সানকিডাঙ্গা গ্রামের মোস্তফা শিকদারের পুত্র মোঃ নজরুল শিকদার (৫০), নজরুল শিকদারের স্ত্রী মোসাঃ কহিনুর বেগম (৪৩), পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার পুত্র মোঃ আরমান মৃধা (২৫), আরমান মৃধার স্ত্রী হাজেরা আক্তার (২১), পুত্র হাফিজুল (০৬ বছর), কন্যা...