অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে বিদেশগামী ফ্লাইটে ওঠার মুহূর্তে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৫টার ফ্লাইটে নামিবিয়া যাওয়ার কথা ছিল তার। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের আরও ১০ কর্মকর্তা অংশ নিলেও তিনি যেতে পারেননি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ড. হাবিবুর রহমান। শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে জানায়, সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে—তাকে বিদেশ গমন করতে দেওয়া যাবে না। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেও শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়া হয়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান ড. হাবিবুর রহমান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে দুর্নীতির অনুসন্ধানে দুদককে পাঠানো তালিকায় সাবেক সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি-বেসরকারি...