দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১২২ জন মারা গেলেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৮ রোগী। একদিনে ভর্তি রোগীর এ সংখ্যা এ বছর সর্বোচ্চ। এর আগে গত ৭ জুলাই ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের সবাই নারী। তাদের মধ্যে একজনের বয়স তিন বছর। এছাড়া একজন ৩৫, একজন ৪০ এবং একজন...