শীর্ষনিউজ, চৌগাছা (যশোর):যশোরের চৌগাছায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কামড়ে নারীর আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। রোববার উপজেলার সুখ পুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে চার জনকে আসামি করে চৌগাছা থানায় মামলা দায়ের করেছেন।পুলিশ তাহাজ্জত ওরফে ট্যানা নামে একজনকে আটক করেছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়ার আমিন উদ্দিনের ছেলে তাহাজ্জত হোসেন ওরফে ট্যানা প্রায়ই প্রতিবেশী এক নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে গ্রামে কয়েকবার শালিস মিমাংসাও হয়েছে। ঘটনার দিন ঐ নারী তার নিজের দোকানে বসে দোকানদারি করছিলেন। এ সময় ট্যানা সেখানে গিয়ে ওই নারীর শারিরিক গঠন নিয়ে নানা অশ্লীল কথাবার্তা বলতে বলতে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হয়ে তাকে দোকান থেকে চলে যেতে বলেন।...