ওমর ফিরোজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাস্টার পদে কর্মরত রয়েছেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আসামি ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন নারী ও শিশু নির্যাতন আইনে গত ১৩ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করে হলে আসামি ওমর ফিরোজকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন বলেন, ‘২০১২ সালে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে...