শীর্ষনিউজ, চট্টগ্রাম:নানা সংকটের মধ্যেও দেশের আমদানি-রফতানি বাণিজ্য এগিয়ে গেলেও বিশ্বের ব্যস্ততম ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়ে গেছে চট্টগ্রাম বন্দর। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ঘটনাবহুল ২০২৪ সালে ৩২ লাখ ৭৫ হাজার কনটেইনার হ্যান্ডলিং করে এ বন্দর পেয়েছে ৬৮তম স্থান। চীন এবং সিঙ্গাপুর আগের মতোই প্রথম এবং দ্বিতীয় স্থান দখলে রেখেছে। আন্তর্জাতিক শিপিং ম্যাগাজিন লয়েডস লিস্টের শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত ১০০টি ব্যস্ততম বন্দরের তালিকায় এবারও স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। অবশ্য গতবারের ৬৭তম থেকে একধাপ পিছিয়ে হয়েছে ৬৮তম। মূলত বছরের কনটেইনার ওঠা-নামার তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই তৈরি করা হয় এ তালিকা। সে অনুযায়ী ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হিসাবে বন্দরে ২০২৪ সালে ওঠানামা করেছে ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউএস কনটেইনার। জিবিএক্স লজিস্টিক লিমিটেডের হেড অব অপারেশন মুনতাসির রুবায়েত বলেন, ‘আমরা ট্রান্সশিপমেন্ট...