ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের (২৮ আগস্ট) ওই হামলায় আরও কয়েকজন মন্ত্রী প্রাণ হারিয়েছেন বলে শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে হুতিরা। খবর আল জাজিরার। হুতি শীর্ষ নেতা মাহদি আল-মাশাত এক ভিডিও বার্তায় বলেন, “আমরা প্রতিশোধ নেবো। আমাদের ক্ষতের গভীর থেকে আমরা বিজয় গড়ে তুলব।” ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা সানায় হুতি সরকারের “সন্ত্রাসী সামরিক লক্ষ্যবস্তু”তে আঘাত হেনেছে। তবে হুতিরা জানিয়েছে, নিহত প্রধানমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রীকে টার্গেট করে এই হামলা চালানো হয়। এর আগে, বুধবার (২৭ আগস্ট) হুতিরা দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছিল, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আটকায়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর দাবি জানিয়ে সাম্প্রতিক মাসগুলোতে হুতিরা বারবার ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা...